প্রধান শিক্ষকের বাণীঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে দ্বীনি শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির পয়গম্বর শ্রেষ্ঠ শিক্ষক নবী হযরত মুহাম্মদ (সা) এর উপরে। এবং নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি । ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা” মহান আল্লাহ তা’য়ালার অসীম রহমতে শিক্ষার আলো বিচ্ছুরনে সফলতার স্বাক্ষর রেখে চলছে দীর্ঘদিন ধরে।
নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মহীন কর্ম শিক্ষা এবং কর্মহীন ধর্ম শিক্ষা কোনটিই জাতির কল্যাণ বয়ে আন্তে পারেনা। তাই দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন দ্বীনিশিক্ষায় শিক্ষিত করে সমাজে ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ তৈরী করা, যারা হবে আখেরাত মুখী মানুষ গোড়ার রাহবার এবং দুনিয়াবী কার্যক্রম পরিচালনায় দক্ষ প্রশাসক সেই মানুষ তৈরি করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা এগিয়ে চলছে।
শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মান অর্জনের উদ্দেশ্যে,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে,মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে,নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ,অভিভাবকমন্ডলী ,এলাকাবাসী সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, আমিন।
হাফেজ মাও মোঃ আমিনুল ইসলাম
প্রধান শিক্ষক
নূর-ই-মদিনা বহুমূখী মাদ্রাসা